রূপকল্প, অভিলক্ষ্য, কৌশলগত উদ্দেশ্যসমূহ ও কার্যাবলি
১.১ সিইউএফএল এর রূপকল্প (Vision):
২০২৫ সালের মধ্যে স্থাপিত ক্ষমতায় ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা পুনরুদ্ধার।
১.২ অভিলক্ষ্য (Mission):
কারখানার প্রয়োজনীয় মেরামত/প্রতিস্থাপন/আধুনিকায়নের কাজ সম্পন্ন করা, মানব সম্পদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আর্থিক ব্যাবস্থাপনার উন্নয়নের মাধ্যমে কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
১.৩ কৌশলগত উদ্দেশ্য সমূহ (Strategic Objectives):
১.৩.১ সিইউএফএল এর কৌশলগত উদ্দেশ্য সমূহ
০১। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সার ও অন্যান্য উপযোগ উৎপাদন ও বিতরণ নিশ্চিতকরণ।
০২। সিইউএফএল কারখানায় পরিকল্পিতভাবে রক্ষণাবেক্ষন/রিনোভেশন কাজ সমাপ্তি নিশ্চিতকরণ।
০৩। কারখানার আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন।
০৪। স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়ন।
০৫। মানব সম্পদের পেশাগত দক্ষতা বৃদ্ধিকরণ।
১.৩.২ আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য সমূহ :
০১। দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ।
০২। কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি।
০৩। আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন।
১.৪ কার্যাবলি (Functions):
০১। সংস্থা কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সার উৎপাদন, বিক্রয় ও বিতরণ করা।
০২। নিয়মিত রানিং, প্রিভেন্টিভ এবং রুটিন মেরামত/রক্ষনাবেক্ষণ/সার্ভিসিং কাজের মাধ্যমে বিদ্যমান ও
উদ্ভূত যান্ত্রিক এবং প্রসেসগত সমস্যাদি সমাধান করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
০৩। উৎপাদন প্রক্রিয়ার সকল ধাপে মান নিয়ন্ত্রণের মাধ্যমে মান সম্পন্ন সার উৎপাদন করা।
০৪। কারখানাকে পরিবেশবান্ধব ও নিরাপদ রাখা।
০৫। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে জনবলের দক্ষতা বৃদ্ধি করা।
০৬। ইউসেজ রেশিও হ্রাস এবং অপচয় কমিয়ে কারখানাকে লাভজনক করা।
০৭। সিইউএফএল হতে ডিএপিএফসিএল-কে নিয়মিত ভাবে অ্যামোনিয়া, বিদ্যুৎ, স্টীম পানি ইত্যাদি সরবরাহ করা ।